সরকারি চাকরিজীবীদের করোনা পরীক্ষায় কন্ট্রোল রুম চালু

প্রশান্তি ডেক্স॥ ঢাকায় করোনাভাইরাসে আক্রান্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসা সেবা বিষয়ক সহায়তা দিতে কন্ট্রোল রুম খোলা হয়েছে। এই কন্ট্রোল রুম থেকে ফুলবাড়িয়া সরকারি কর্মচারী হাসপাতালে করোনাভাইরাস আক্রান্তদের নমুনা সংগ্রহ, নমুনা পরীক্ষা এবং চিকিৎসা বিষয়ে তথ্য ও সহযোগিতা পাওয়া যাবে।

গত বৃহস্পতিবার ( ৪ জুন) জনপ্রশা  সন মন্ত্রণালয়ের কল্যাণ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে চারজন ঊর্ধ্বতন কর্মকর্তার সমন্বয়ে গঠিত কন্ট্রোল রুমে করোনাভাইরাস আক্রান্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা নিতে পারবেন। এদের মধ্যে নমুনা সংগ্রহ ও পরীক্ষা সমন্বয়কারীর দায়িত্বে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. দিদারুল ইসলাম।

হাসপাতালের কন্ট্রোল রুমে থাকছেন সরকারি কর্মচারী হাসপাতাল ফুলবাড়িয়ার সিনিয়র কনসালটেন্ট এনেসথেশিয়া ডা. নাজনীন জাহান, ওই হাসপাতালের মেডিকেল অফিসার ডা. হাসিবুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. ফারহানা সুলতানা। এছাড়াও বিশেষ প্রয়োজনে ফুলবাড়িয়া সরকারি কর্মচারী হাসপাতালের পরিচালক মুহাম্মদ মাহবুবুর রহমানের (অতিরিক্ত সচিব) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

কন্ট্রোল রুমের টেলিফোন ০১৪০৪৪৩০৮১০ এই নম্বরে যোগাযোগ করা যাবে। এই skhcovid19control@gmail.com ইমেইলে যোগাযোগ করা যাবে।

Leave a Reply

Your email address will not be published.