করোনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান ডব্লিউএইচও প্রধানের

প্রশান্তি আন্তজার্তিক ডেক্স ॥  করোনাভাইরাস মহামারিতে এ পর্যন্ত বিশ্বব্যাপী সাত লাখেরও বেশি মানুষের মৃত্যু এবং এক কোটি ৯০ লাখের বেশি মানুষ সংক্রমিত হওয়ায়, ঐক্যবদ্ধ হয়ে কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই করতে আবারও সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রস আধানম গেব্রিয়েসুস। খবর ইউএনবি’র।

ইউএন নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, এসপেন সিকিউরিটি ফোরামে বক্তব্য প্রদানকালে এ আহ্বান জানান তিনি, যেখানে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের এবং সাবেক সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভার্চুয়াল ওই সভায় টেড্রস বলেন, ‘সকল পার্থক্য নিয়েই আমরা একই পৃথিবীতে বাস করছি এবং আমাদের সুরক্ষা পারস্পরিক নির্ভরশীল। কোনো দেশ নিরাপদ থাকবে না, যতক্ষণ না আমরা সবাই নিরাপদ থাকি।’

ফাইল ছবি

‘আমি সকল নেতাদের প্রতি আহ্বান জানাই এই মহামারির বিরুদ্ধে লড়াইয়ের জন্য সহযোগিতার পথ বেছে নিতে। এটিই আমাদের একমাত্র পথ,’ যোগ করেন তিনি।

কোনো দেশই করোনাভাইরাসের বিরুদ্ধে একা লড়াই করতে পারছে না উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ‘আমাদের এগিয়ে যাওয়ার সর্বোত্তম উপায় হলো বিজ্ঞান, সমাধান ও সংহতি এবং একসাথেই আমরা এই মহামারি কাটিয়ে উঠতে পারি।’

Leave a Reply

Your email address will not be published.