প্রশান্তি ডেক্স ॥ নারায়ণগঞ্জের আড়াইহাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আনোয়ার হোসেন নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন।
গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার উচিতপুরা ইউনিয়নের কাদিরদিয়া পূর্বপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ফের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।
নিহত আনোয়ার হোসেন ওই এলাকার আবেদ আলীর ছেলে এবং স্থানীয় ওয়ার্ড যুবলীগ সভাপতি আবু জাফরের ভাই।
নিহতের বড় ভাই আলী হোসেন জানান, উচিতপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার হানিফের সঙ্গে তার ভাই স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি আবু জাফরের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে রাজনৈতিক বিরোধ রয়েছে। এরই জের ধরে বুধবার রাতে হানিফ লোকজন নিয়ে তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।

তিনি জানান, হানিফ তার লোকজন নিয়ে সকালে দ্বিতীয় দফায় ফের তাদের বাড়িতে হামলা চালায় এবং তার ভাই আনোয়ারসহ বাড়ির অন্যান্য লোকজনকে পিটিয়ে আহত করে। পরে আনোয়ারকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। আহতদের সেখানে চিকিৎসা দেয়া হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অভ্যন্তরীন দ্বন্দ্বের জের ধরেই স্থানীয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
তিনি আরও জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোসহ ঘটনাস্থলে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফাতার করতে পুলিশের অভিযান চলছে।