যেখানে গুড মর্নিং জানিয়েছিলেন, সেখানে তার মৃতদেহ

প্রশান্তি ডেক্স ॥  চন্দ্রিমা উদ্যানের সড়কে রত্না নামের পর্বতারোহীকে পিষে ফেলল এক ভক্সওয়াগন। খুবই কাকতালীয় বিষয় যে গত  বৃহস্পতিবার রতনা তার ফেসবুক পেইজে চন্দ্রিমা উদ্যানের সামনে তোলা একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা দেখা যায় সাইকেল চালানোর পর সেটি তোলা হয়েছে। অথচ আজ একই স্থানে পড়ে থাকলে তার নিথর দেহ। গতকাল লিখেছিলেন, ‘গুড মর্নিং’ অথচ আজ তার ছবি গণমাধ্যম ব্যবহার করছে মৃত্যুর খবরে।

রতনা এই সড়কে প্রতিনিয়ত সাইকেল চালাতেন। এটা তার বিভিন্ন পোস্টের মাধ্যমে বোঝা যায়। যিনি পাহাড়কে জয় করলেন তিনি হেরে গেলেন একটি গাড়ির কাছে। তাঁকে এমনভাবে ক্রিসেন্ট লেকের পাশের রাস্তায় পিষে ফেলা হলো তা মর্মান্তিক। শুক্রবার সকাল ১১ টার এই ঘটনা দেশের পর্বরাহোহীদের মনকে বিষাদে পরিণত করলো। যদিও প্রত্যক্ষদর্শীদের মত একটি ভক্সওয়াগন রত্নাকে সাইড নিয়ে সাইকেল সমেত তার ওপর গাড়ি তুলে দেয়, তবে পুলিশ বিষয়টি নিশ্চিত করেনি।

রেশমা নাহার রতনা পেশাগত জীবনে তিনি স্কুল শিক্ষক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি পর্বতারোহণসহ বিভিন্ন এডভেঞ্চার কার্যক্রমে যুক্ত ছিলেন। গত বছর নেহেরু ইন্সটিটিউট অফ মাউন্টেনিয়ারিং থেকে উচ্চতর পর্বতারোহণ কোর্স সম্পন্ন করেন এবং তার কিছুদিন পরই লাদাখে দুটো ছয় হাজারি মিটার পর্বত আরোহণ করেন।

রতনা দৌঁড়াতে ভালোবাসতেন। প্রচুর বইপড়তেন। খুব অল্প বয়সেই একটি বেপরোয়া গাড়ি রতনার জীবনপ্রদীপ নিভিয়ে দিয়ে গেল। যা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার শুভাকাঙ্ক্ষী পর্বতারোহীরারা।

রতনার মৃত্যুর বিষয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু তথ্য পাওয়া যাচ্ছে। রেজওয়ান রোমিন নামের এক ব্যক্তি অল্টিচিউড হান্টার নামে পর্বতারোহীদের ফেসবুক গ্রুপে বলছেন, ‘ঐ দুর্ঘটনার সময় আমার এক পরিচিত ভাই উপস্হিত ছিলেন….. উনার ভাষ্যমতে ওভারটেকিং করার সময় একটা ভক্মি উনাকে ধাক্কা দেয়। ঐ গাড়ীটা ওভার

Leave a Reply

Your email address will not be published.