স্বাস্থ্যমন্ত্রীর জন্য পাগলের তেল খুঁজছেন রিজভী

প্রশান্তি ডেক্স ॥  ‘বেশিদিন লাগবে না, এমনিতেই করোনা চলে যাবে বলে’ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গত  রোববার (১৬ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ‘করোনা জনসচেতনতামূলক গান ও ভিডিও ক্লিপের’ উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রীর সমালোচনা করেন বিএনপি নেতা রিজভী।

তিনি বলেন, এই স্বাস্থ্যমন্ত্রী উদ্ভট এক লোক। স্বাস্থ্যমন্ত্রীর এই বক্তব্য পড়ে এক ভদ্র আমাকে বললেন যে, কোনো পাগলের তেল-টেল থাকলে একটু স্বাস্থ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেওয়া দরকার। যাতে তার এই আবোল-তাবোল বলার যে পাগলামীটা এটা যেন কমে। যে কোনো জায়গা থেকে পাগলের তেল তার কাছে পাঠিয়ে দিলে সবচেয়ে ভালো হয় এবং দেশের মানুষ উপকৃত হয়।

রিজভী বলেন, গ্রামে-গঞ্জে তৃণমূলে করোনার ব্যাপ্তি এত তীব্র হয়েছে যেটি চিন্তা করা যায় না। আমি কয়েকদিন আগে উত্তরবঙ্গে কয়েকটি জেলা সফর করে এসছি। আগে যেগুলো মহকুমা ছিল, নতুন জেলা হয়েছে, সেখানে কোনো চিকিৎসা নেই। আমার দেশের বাড়ি কুড়িগ্রাম। সেখান থেকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হচ্ছে রোগীদের। যে ব্যক্তিটি চিকিৎসার রংপুর গেছেন তিনি একজন নামকরা আইনজীবী, দেশের প্রথম নারী পিপি ছিলেন। প্রথমে বলা হয়েছে তার হার্টে সমস্যা হয়েছে। পরে বিকালে নিয়ে যাওয়ার পর মারা গেছেন। টেস্ট করে দেখা গেলো তিনি করোনায় আক্রান্ত ছিলেন। এই বিভীষিকা সর্বত্র।

করোনার বুলেটিন প্রচার বন্ধ করে দেয়ায় সমালোচনা করে বিএনপি নেতা বলেন, প্রতিদিন ব্রিফিং করে বললেও তো মানুষ কিছু জানতে পারছে। এটাতে সরকার মনে করছে, তারা বিব্রত হচ্ছেন। এজন্য ব্রিফিং তারা বন্ধ করে দিয়েছেন।

স্বাস্থ্য খাতে দুর্নীতির সমালোচনা করে তিনি বলেন, এই স্বাস্থ্যমন্ত্রীর কারণে গোটা স্বাস্থ্য খাতে নৈরাজ্য বিরাজ করছে। চোর-ডাকাত-জালিয়াত-ঠকবাজে ভর্তি স্বাস্থ্য খাত। প্রতিদিন খবর বেরুচ্ছে, আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা আওয়ামী লীগের সিন্ডিকেট এই স্বাস্থ্য খাতের সাথে জড়িত। নকল মাস্ক, নকল পিপিই, সব কিছুর জন্য এক ধরনের জালিয়াতি চক্র তৈরি হয়েছে এই স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে। এমনটি তার নিজের ছেলের কথা শোনা যায় যে, সে এই নকল মাস্কের ব্যবসার সাথে জড়িত। আর উনি মানুষকে ছবক দিচ্ছে যে, এটা (করোনা) না কি কমে গেছে!

ফাউন্ডেশনের নেতা আবদুল করীমের সভাপতিত্বে ও মীর হেলালের পরিচালনায় অনুষ্ঠানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী, জাসাসের ওবায়দুর রহমান চন্দ্ন, সালাউদ্দিন ভুঁইয়া শিশির, ইথুন বাবু, জাকির হোসেন রোকনও বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published.