কসবায় পাওনা টাকা চাওয়ায় এক পরিবারের ৪জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দেনাদার

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কাজের পাওনা টাকা চাওয়ায় এক পরিবারের ৪ জনকে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেছে দেনাদার রাজমিস্ত্রি সোহাগ মিয়া ও তার পরিবারের লোকজন। গুরুতর আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় সোহাগ মিয়া সহ ৮ জনকে আসামী করে মামলা করেছে ভুক্তভোগী পরিবার। গত মঙ্গলবার বিকেলে উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা নন্দননগর গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলো মো.কালা মিয়া (৭৫) ও তার দুই ছেলে মুজিবুর রহমান(২৫), আশিকুর রহমান (৫০) ও মেয়ে ফিরোজা বেগম (২৫)। অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার মাদলা গুচ্ছগ্রামের রাজমিস্ত্রি সোহাগ মিয়ার সাথে কাজ করে কালা মিয়ার মুজিবুর রহমান। কাজের মুজুরী বাবদ সোহাগ মিয়ার কাছে ৫ হাজার টাকা পায় মুজিবুর রহমান। সোহাগ মিয়ার কাছে এই কাজের পাওনা টাকা চায় মুজিবুর। টাকা চাইলে উত্তেজিত হয়ে দা দিয়ে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে সোহাগ ও তার পরিবারের লোকজন। খবর পেয়ে মুজিবুরের বাবা, ভাই ও বোন তাকে বাঁচাতে ছুটে আসে। তাদেরও রড দিয়ে পিটিয়ে এবং দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে সোহাগের লোকজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন জানান; মাদলা গুচ্ছগ্রামে পাওনা টাকা চাওয়া কেন্দ্র করে শ্রমিক মুজিবুর ও তার পরিবারের লোকজনের উপর হামলা করায় থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। তদন্ত সাপেক্ষে আইনানূগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published.