প্রায় ৫ কোটি টাকা ব্যায়ে ৩টি নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন আইনমন্ত্রী

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত মঙ্গলবার ৬ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৪ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে ৩টি নবনির্মিত ভবন উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী সরকারের আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী আনিসুল হক এমপি। তিনি তাঁর ঢাকাস্থ অফিস কার্যালয় থেকে ভিডিও কনফান্স্রে মাধ্যমে এই তিনটি নির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করবেন। নির্মিত ভবনগুলোর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নে ১কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক ভবন, জেলা গণপূর্ত বিভাগের বাস্তবায়নে ২ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে উপজেলা সাব-রেজিষ্টার ভবন ও জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বাস্তবায়নে ৪৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবন। এ উপলক্ষে কসবা উপজেলা প্রশাসন বিস্তারিত কর্মসূচী গ্রহন করেছেন উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো.রাশেদুল কাওসার ভ’ইয়া জীবন। এ সময় দলীয় নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত থাকবেন।

Leave a Reply

Your email address will not be published.