ঘরে বসে সমালোচনা করলে দল এগোবে না…মান্না

প্রশান্তি ডেক্স ॥  নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘মানুষের মুক্তির জন্য যাঁরা রাজনৈতিক কর্মী, তাঁদের রাজনীতির মাঠে নামতে হবে। এর কোনো বিকল্প নেই। আন্দোলনে নামতে হবে, আন্দোলনের কোনো বিকল্প নেই। আন্দোলন করে জয়যুক্ত হতে হবে। ঘরে বসে সমালোচনা করে, নেতাদের সমালোচনা করলে দল এগোবে না। আন্দোলন হবে না। বিজয়ের মাসে কোনো কথার ফুলঝুড়িতে নয়, বরং যুক্তিতে নিজেরা সংগঠিত হয়ে আন্দোলন করতে হবে।’

গত  বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের ৪৯তম শাহাদতবার্ষিকীতে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপিকে এই পরামর্শ দেন মাহমুদুর রহমান।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাফাইল ছবি

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমাদের মানুষের কথা ভাবতে হবে। যেই কথায় মানুষ দিশা পাবে, যে কথায় মুক্তি পাবে। গণতন্ত্র মানে ভোট নয়, গণতন্ত্র মানে অধিকার। এর জন্য লড়াই করতে এগিয়ে আসতে হবে। বিএনপিকে আমরা সেই দল হিসেবে দেখতে চাই।’

মাহমুদুর রহমান আরও বলেন, ‘আমরা যদি ক্ষমতায় যাই সারা দেশে তিন কোটি মানুষ, যারা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, তাদের আমরা বিনা খরচে চিকিৎসার ব্যবস্থা করব। কৃষকের ফসল ন্যায্যমূল্যে কিনব। এ জন্য প্রয়োজন গণতন্ত্র। সবাইকে এই গণতন্ত্রে আমরা আহ্বান জানাচ্ছি।’

সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এই স্মরণসভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাহেদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহসভাপতি শওকত মাহমুদ ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক লে. জে. জয়নুল আবেদীন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন প্রমুখ।
ইশরাক হোসেন বলেন, ‘বর্তমান সরকার মুক্তিযুদ্ধকে পারিবারিক সম্পত্তিতে পরিণত করেছে। বর্তমান প্রজন্ম বীরশ্রেষ্ঠ ও মুক্তিযোদ্ধাদের ভুলতে চলেছে। তাদের সামনে বারবার ইতিহাস তুলে আনতে হবে।’

Leave a Reply

Your email address will not be published.