ভাগ্নিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ৩ মামাকে কুপিয়ে জখম

প্রশান্তি ডেক্স ॥  পিরোজপুরের ইন্দুরকানীতে ভাগ্নিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মামাকে কুপিয়ে পিটিয়ে জখম করেছে স্থানীয় বখাটেরা। গত বুধবার ( ডিসেম্বর) সকালে উপজেলার খোলপটুয়া গ্রামে হামলার ঘটনা ঘটে।

হামলায় খোলপটুয়া গ্রামের হাসেম আলী শরীফের ছেলে জাকির শরীফ (৪০), জাহাঙ্গীর শরীফ (৫০) এবং লিটন শরীফ (২৮) নামে তিন ভাই গুরুত্বর আহত হয়। এ ঘটনায় পুলিশ ২ অভিযুক্তকে আটক করেছে।

হামলার শিকার ভুক্তভোগীরা জানান, তিন দিন আগে জাহাঙ্গীর শরীফের এক ভাগ্নি খুলনা থেকে তাদের বাড়িতে বেড়াতে আসেন। এরপর মঙ্গলবার সন্ধ্যায় অন্য তিনটি মেয়ের সাথে গ্রামে ঘুরতে বের হয় সে। তখন স্থানীয় কিছু বখাটে তাদের তাড়া করলে তারা পার্শবর্তী একটি বাড়িতে আশ্রয় নেয়। পরবর্তীতে তাদের মামারা বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় তাদের দেখে নেওয়ার হুমকি দেয় বখাটেরা। এরপর গত  বুধবার সকালে জাকির, জাহাঙ্গীর ও লিটন কাজের জন্য বাইরে বের হলে ৮-১০ জন বখাটে তাদের পথ রোধ করে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালায়। এ সময় গুরুতর আহত তিনজনকে ঘটনাস্থল থেকে পরিবারের লোকজন উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, হামলার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখান থেকে মোস্তফা ও মালেক নামে দুই জনকে আটক করেছে পুলিশ। তবে এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি বলে জানান তিনি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.