মুরগির বাচ্চার গায়ে রং লাগিয়ে অভিনব প্রতারণা

প্রশান্তি ডেক্স ॥  ঝিনাইদহের কালীগঞ্জে পোলট্রি মুরগির বাচ্চার গায়ে বিভিন্ন রং লাগিয়ে বিদেশি উন্নতজাতের বাচ্চা বলে প্রতারণার মাধ্যমে বেশি দামে বিক্রির অপরাধে রুবেল হোসেন (২০) নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ।  

গত  শুক্রবার দুপুর ২টার দিকে কালীগঞ্জ কালীবাড়ির মোড় থেকে তাকে আটক করা হয়। আটক রুবেল নরসিংদী জেলার রায়পুরা থানার সদরকান্দী গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

জানা গেছে, রুবেল সকাল থেকে প্রায় ৩শ’ বাচ্চা বিক্রি করে। গ্রাম থেকে বাজারে আসা সহজ-সরল মানুষগুলো তার প্রতারণার শিকার হন। প্রতারক রুবেল ইন্টারনেট থেকে বিভিন্ন উন্নত জাতের রং-বেরংয়ের মুরগির ছবি দেখিয়ে ক্রেতাদের আকৃষ্ট করত। তার এ ছবি দেখে সাধারণ মানুষ আকৃষ্ট হয়ে বেশি দামে ওই পোলট্রি মুরগির বাচ্চা কিনে প্রতারণার শিকার হন।

কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, প্রতারণার মাধ্যমে বিভিন্ন রং করে বাচ্চা বিক্রি করছে- এমন সংবাদ পেয়ে রুবেল নামের একজনকে আটক করা হয়েছে। তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.