প্রশান্তি ডেক্স ॥ তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যারা ৭৫ সালে যারা বঙ্গবন্ধুকে ও আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারেনি, তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। আজকেও যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তখন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। তারাই ভাস্কর্যের বিরোধিতা করছে। যে কোন মূল্যে ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করা হবে।
গত বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওয়ায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। পদ্মা সেতু নির্মাণ করে শেখ হাসিনা প্রমাণ করেছেন আমরা চোর নয়, আমরা বীরের জাতি।

জয়পুরহাট-১ আসনের সংসদ
সদস্য সামছুল আলম দুদুর সভাপতিত্বে
সম্মেলনের উদ্বোধন করেন দলের প্রেসিডিয়াম
সদস্য আব্দুর রহমান। অন্যান্যের মধ্যে
বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু
সাঈদ আল মাহমুদ স্বপন,
রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, স্বাস্থ্য
ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্মেলনে জেলা পরিষদের চেয়ারম্যান
আরিফুর ইসলাম রকেটকে সভাপতি এবং জাকির হোসেনকে
সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।