সাত বছরের মেয়ে তুললো ৮০ কেজি ওজন!

আন্তজার্তিক ডেক্স ॥  সাত বছরের মেয়ে। কী এমন করতে পারে? এখন তো তার খেলার বয়স। কিন্তু এতো কম বয়সেই এই মেয়ে যেন পেশাদার হয়ে উঠেছে। সাত বছরের মেয়ে ৮০ কেজি ওজন তুলে নিয়েছে।

রোরি বেন উলফ। কানাডার এই মেয়ে এখন সোশ্যাল মিডিয়া সেনসেসন। তার এমন কীর্তি দেখে লোকজন অবাক হচ্ছেন। মাত্র পাঁচ বছর বয়স থেকে রোরি ভারেত্তলোন শুরু করেছিলো। তার বয়সী বাচ্চারা যখন খেলে দিন কাটায়, তখন সে রীতিমতো নিজেকে শক্তিশালী করার কাজ শুরু করে দিয়েছে। বছর দুয়েক ট্রেনিংয়ের পরই রোরি এমনটি করে দেখালো।

কানাডার ওটাবার মেয়ে রোরি। মাত্র দু’বছর ট্রেনিং করেই রোরি অলিম্পিকের উইমেন্স বারের স্নেচ’তে ৩২ কেজি, ক্লিন অ্যান্ড জার্ক’তে ৪২ কেজি, সোয়াটিং’তে ৬১ কেজি ও ডেডলিফ্ট’তে ৮০ কেজি ওজন তুলে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।

বলাবাহুল্যষ রোরি এখন বিশ্বের সব থেকে শক্তিশালী বাচ্চা মেয়ে। অনন্য রেকর্ড সে নিজের নামে করে নিয়েছে।

রোরি জানিয়েছে, নিজেকে ফিট দেখতে তার ভালো লাগে। সেই সঙ্গে সারা শরীরে ট্যাটু করানোর ইচ্ছে রয়েছে বলেও জানিয়েছে সে।

তার ভারোত্তলোনের ভিডিওর নিচে একজন লিখেছিলেন, ‘তোমার বাঁ হাতের ট্যাটু-টা দারুন’। তখন রোরি বলেছে, ওটা অস্থায়ী। তবে আমি সারা শরীরে ট্যাটু করাব একদিন। ট্যাটু দেখাতে আমার খুব ভালো লাগে।

রোরি বলেছে, খাওয়া-দাওয়া আর ট্রেনিং এই তার ফোকাস ছিলো। সেই সঙ্গে নিজেকে শক্তিশালী করে তোলার ইচ্ছাও ছিলো। ওজন তুলতে আমার ভালো লাগে। আত্মবিশ্বাসী মনে হয়। নিজেকে ঠিকভাবে গড়ে তুলতে পারলে অনেক রেকর্ড করা যায়।

Leave a Reply

Your email address will not be published.