প্রশান্তি ডেক্স ॥ গত বুধবার মধ্যরাতে নগরের পাহাড়তলীতে বসুন্ধরা আবাসিক এলাকার ৭ নম্বর মেয়র রোডে এ অগ্নিকান্ডেরে ঘটনা ঘটে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক জানান, মধ্যরাতে নগরের পাহাড়তলীতে বসুন্ধরা আবাসিক এলাকার ৭ নম্বর মেয়র রোডের কাঁচা বসতঘরগুলোতে আগুন লাগে। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সদস্যরা দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তার আগেই ১৫টি বসতবাড়ি পুড়ে যায়। তবে ধারণা করা হচ্ছে, মধ্যরাতে কয়েকজন যুবক জ্বলন্ত সিগারেটের অংশ ওই কাঁচাঘরের কোনো একটিতে ছুড়ে ফেললে এ আগুনের সূত্রপাত হয়। পরে তা চারদিকে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।