ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৩ মার্চ) উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। মহান এই দিবসটি পালনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে নানা কর্মসূচী পালন ও উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপনের বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.রাশেদুল কাওসার ভূইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক এমজি হাক্কানী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, কসবা থানা অফিসার ইনচার্জ মো.আলমগীর ভূইয়া, উপজেলা ইঞ্জিনিয়ার এটিএম রবিউল ইসলাম। দিবসটি উদযাপনে সভায় বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নাছিমা খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাফর আহাম্মদ, কসবা প্রেসক্লাব প্রতিষ্ঠাতা ও ঐতিহ্যবাহী সিডিসি স্কুল প্রতিষ্ঠাতা পরিচালক মো.সোলেমান খান, বর্তমান সভাপতি আবদুল হান্নান সহ অন্যরা। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাগন, বীরমুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকগন উপস্থিত ছিলেন।