ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় মহামারী করোনার কারনে কর্মহীন হওয়া দরিদ্র-অসহায় পরিবারে মাঝে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)’র পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। গত সোমবার (৩ মে) সকালে সুলতাপুর ৬০ বিজিবি’র অধীনস্ত উপজেলার মইনপুর বিজিবি ক্যাম্পে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে এ সকল খাদ্য সামগ্রী বিতরন করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চার কেজি চাউল, দুই কেজি আটা, দুই কেজি ডাল, ছোলা এক কেজি, চিনি এক কেজি, লবন এক কেজি, তেল পাচশো গ্রাম ও খেজুর পাঁচশো গ্রাম। এলাকার ৫০ জন অসহায় দরিদ্র নারী-পুরুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়। সুলতানপুর ৬০ বিজিবি’র অধীনস্ত মইনপুর বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মো.রফিকুল ইসলাম বলেন, বিদ্যানন্দ ফ্উান্ডেশনের উদ্যোগে বিজিবি’র পক্ষ থেকে মহামারি করোনায় কর্মহীন হয়ে যাওয়া অসহায় দরিদ্র ৫০ টি পরিবারকে খাদ্য সামগী দেয়া হয়েছে। ভবিষ্যতে আরো একশো দরিদ্র কর্মহীন পরিবারের মাঝে অত্র ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরন করা হবে বলে জানান বিজিবি। অপরদিকে একই সময়ে উপজেলা সালদানদী বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার ৫০ টি দরিদ্র কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। এছাড়াও গত রোববার কসবা বিজিবি ক্যাম্পে একই ফাউন্ডেশনের উদ্যোগে পৌর শহরের কর্মহীন দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। খাদ্য সামগ্রী বিতরনকালে সুলতানপুর ৬০ বিজিবি’র কর্মকর্তাগনসহ গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।