চা দোকানদারকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহের মহেশপুর কুলতলা বাজারে ইনানুর রহমান এনা (৪৫) নামে এক চা দোকানিকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার সকাল ৮টার দিকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাড়ি উপজেলার বাজীপোতা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, পান্তাপাড়া ইউনিয়নের পদ্মরাজপুর মোড় ও পৌরসভার কুলতলা বাজারের নিজ চায়ের দোকানে ঘুমিয়ে ছিলেন এনা। গভীর রাতে কে বা কারা তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গলায় মাফলার পেঁচিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। নিহতের ছেলে বিল্পব হোসেন জানান, তার বাবা পরের জমি বর্গা নিয়ে চাষাবাদ করে।
এরই জের ধরে কয়েকজন তাকে বারবার মারার চেষ্টা করে। তবে আমার বাবাকে বারবার বলি লোকের জমি তোমার আর চাষ করতে হবে না। বিষয়টি নিয়ে আজ কয়েকদিন ধরে আমার বাবার চোখে ঘুম নেই। ওই গ্রামের মহিউদ্দিন জানান, এনা বেশ কিছুদিন লিবিয়ায় ছিল। পরে বাড়ি ফিরে এসে পরের জমি বর্গা নিয়ে চাষাবাদ করে আসছে। এ ব্যাপারে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, চা দোকানি এনাকে আঘাত ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত করছে। আশা করা যায় দ্রুতই আসামিদের আইনের আওতায় আনতে সক্ষম হব।

Leave a Reply

Your email address will not be published.