গত ২৬/১২/২০২১ইং রোজ রবিবার অনুষ্ঠিত হয়ে গেল অনেক প্রতিক্ষার এবং সার্বজনীন আনন্দমূখর পরিবেশে গ্রহনযোগ্য বেসিস নির্বাচন। এই নির্বাচন শতভাগ সফল হয়েছে এবং আগামীর নির্বাচনের ক্ষেত্রে দৃষ্টান্ত হিসেবে নিজেকে নির্বাচনী মহড়ায় যুক্ত করেছে। নির্বাচনের মাধ্যমে বেসিস ইসি পরিবর্তণ হয় আর সেই সাথে পরিবর্তন হয় ইসির সকলের ভাগ্য এমনকি ইসির সঙ্গে যুক্তদেরও কখনো কখনো ভাগ্য পরিবর্তনের ইতিহাস বিরাজমান রয়েছে। তবে যাই হউক আমরা নতুন ইসিও চাই এমনকি বেসিসের ঐক্য পূর্ণ প্রতিষ্ঠাও চাই। দ্বিধাবিভক্ত বেসিস এর ঐক্য সুপ্রতিষ্ঠিত হউক। আর এই কামনা আমার, আপনার ও সকলের। তবে বর্তমান নির্বাচন সেই ঐক্য ফিরে আসা এমনকি ঐক্যের মেলবন্ধনেরই রূপ মাত্র।
এই রূপকে বাস্তবে রূপদান করণের লক্ষ্যে বেসিস মেম্বার এবং বেসিস নবগঠিত ইসি চিন্তা ও কাজের সমন্বয় ঘটাতে হবে। তবে বেসিস যে তার ঐতিহ্য হারিয়েছে তা আর বলার অবকাশ নেই। গত কয়েক বছরে বেসিস হারিয়েছে অনেক কিছু যা অর্জন করতে অনেক দিন পার করে আসতে হয়েছিল। আশা করি বেসিস সংশ্লিষ্ট সকলেই ঐসকল বিষয়গুলো জানেন। কিন্তু নতুন করে কিছু বলার নেই শুধু অক্ষেপই রয়ে গেল। এইবার নির্বাচন এবং ফলাফল ঐ আক্ষেপ গুছিয়ে উঠার ক্ষেত্রে কাজ করবে বলে আমার বিশ্বাস। আমি সকল বেসিস সদস্যদেরকে বিনীতভাবে অনুরোধের মাধ্যমে আহবান জানাব যে, আসুন আমরা একে অপরের পরিপূরক হয়ে কাজ করি। কারো নিন্দায় পিছু না নেই অথবা কেউ কারো অগচোরে সমালোচনা না করি বরং একে অন্যকে গড়ে তুলি। দায়িত্ব নিয়ে সকলে ঐক্যবদ্ধভাবে বেসিসের সোনালী অতীত ফিরিয়ে আনি এবং বেসিস পরিবার হিসেবে স্বীকৃত রূপ বাস্তবে বিরাজমান রাখি।
অতীতের মতো কোন নোংরা খেলায় মেতে যেনো আর নতুন করে কোন দ্বিধাবিভক্তির কারণে পরিণত না হয়। আসুন আমরা বেসিসকে এগিয়ে নিয়ে যায়। একে অপরকে বিশ্বাস করি, সম্মান করি, শ্রদ্ধা করি, ভালবাসী সবাইকে এই উদার নীতি ও আদর্শে বেসিসে আগামীর কল্যাণে নিজ নিজ ভুমিকা রাখি। আমি জনাব রাসেল ভাই ও ছোটবোন হিমিকাসহ বর্তমান বোর্ডের সকলকে বিনয়ের সঙ্গেই বলছি আপনারাই পারেন, পেরেছেন ও পারবেন যা ইতোমধ্যে আপনাদের হাতে সেই দায়িত্ব সকল মেম্বারগণ অর্পন করেছেন। সকল মেম্বারদের মনের ইচ্ছা- আকাঙ্খা ও অভিপ্রায় বুঝে সামনে এগিয়ে যান তাহলেই বেসিস পরিবারের জয় সুনিশ্চিত। স্মৃতির পাতায় এবং বেসিস ইতিহাসে আপনাদের নাম ও অবদান লিপিবদ্ধকরণে ইতিবাচক ভুমিকায় অবতীর্ণ হউন। আমরা আছি, ছিলাম ও থাকব এই নিশ্চয়তাটুকু অতীতের ন্যায় এবারও দিতে পারি।
আশা করি আমরা এমন কোন লিখা; ইমেইল, গুজব অথবা কুটকৌশল অবলম্বন করবো না যা, আমাদের অতীতের সোনালী অর্জন এমনকি আগামীর অগ্রসরমান সোনালী অর্জনকে ম্লান করতে পারে এমনকি আমাদের মাঝে বিভেদের বীজ বুনতে পারে। তাই সকলেই সকলের কথা চিন্তা করে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস ও নির্ভরতা এমনকি আস্থা নিয়ে মানবতার কল্যাণে সৃষ্টির প্রয়োজনে নিজেদেরকে বিলিয়ে দিয়ে পৃথিবীর দায়িত্ব সমাপ্তী টেনে চিরস্থায়ী প্রস্থানে এগিয়ে যাব। আমি বেসিস প্রতিষ্ঠালগ্ন থেকে আজ অবদি যারা এই সংগঠনের সঙ্গে যুক্ত থেকেছেন এমনকি পরিচালনা পর্ষদে যারা শুরু থেকে অদ্য পর্যন্ত দায়িত্ব পালন করেছেন এবং করে যাচ্ছেন তাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। আর আগামী দিনে যারা সেবক হিসেবে আসার আশাপোষণ করে যাচ্ছেন; তাদের জন্য রইল শুভকামনা। যারা প্রীয় বেসিস পরিবারের সদস্য গত হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও বিনয়ী মোনাজাত; যেন আল্লাহ/ সৃষ্টিকর্তা তাদেরকে বেহেস্তের সুউচ্চ মাকাম দান করেন। বর্তমান ইলেকশন সংশ্লিষ্ট সকলকে বিনয়ের সহিত ধন্যবাদ জানাচ্ছি এবং এই নির্বাচনে পরাজিতদের পাশে থেকে বিজয়ীদের নিয়ে সামনে এগিয়ে যাওয়ার আশা পোষণ করছি। বিজয়ীদেরকে অন্তরের অন্তস্থল থেকে অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি। বেসিস সদস্যদের প্রতি কৃতজ্ঞতা, ভালবাসা, শ্রদ্ধা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামীর শুভ প্রত্যাশায় অপেক্ষার প্রহর গুনে সকল অবস্থায় পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করছি।
তাজুল ইসলাম
পরিচালক, অপারেশনস্
বেঙ্গল ক্রিয়েটিভ মিডিয়া লি: