শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেল রাষ্ট্র ও প্রধানমন্ত্রীর ‘কট্টর’ সমালোচনাকারী

প্রশান্তি ডেক্স ॥ ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০’ পেয়েছেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের কট্টর সমালোচনাকারী কাজী মেহেদী হাসান। তিনি আমরা যুবরা চাই পরিবর্তন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য। তার ফেসবুক আইডি ঘেটে দেখা যায়, বিগত কয়েক মাস ধরে রাষ্ট্রীয় ও প্রধানমন্ত্রীকে নিয়ে ধারাবাহিকভাবে সমালোচনামূলক স্ট্যাটাস দিয়ে আসছেন তিনি। হেফাজতে ইসলামের আন্দোলনকে সমর্থন, মোদি বিরোধী বিভিন্ন উস্কানীমূলক স্ট্যাটাস এবং রাষ্ট্রীয় অনেক উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে ব্যঙ্গ করেছেন তিনি। কাজী মেহেদী হাসান এই অ্যাওয়ার্ড পাওয়ার পর ফেসবুকে বইছে সমালোচনার ঝড়।
শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০ পেয়ে বাংলাদেশ গণ অধিকার পরিষদ কর্মী কাজী মেহেদী হাসান তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেছেন, ‘একটি ইন্টারন্যাশনাল প্লাটফর্মে (ঙওঈ) করোনাকালিন সাহসী মানবিক কাজের জন্য আমাকে বাংলাদেশের অন্যতম সেরা দ্বিতীয় সাহসী কাজের স্বীকৃতি দেয়, তখন গর্বে বুকটা ভরে ওঠে। আমরা যুবরা চাই পরিবর্তন সংগঠনকে শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড উৎসর্গ করলাম।’
জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশের এবং বৈশ্বিক যুবাদের এ অনন্য মানবিক অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০’-এর অধীনে প্রথমবারের মতো এ পুরস্কারের আয়োজন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সহযোগিতায় রয়েছে ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরাম (আইসিওয়াইএফ), ওআইসি ইয়ুথ ক্যাপিটাল, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। এসময় বঙ্গভবন থেকে ভার্চ্যুয়ালিভাবে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। তিনি বলেন, ‘যুবকরা ঐক্যবদ্ধ থাকলে যে কোন কিছু অর্জন করতে পারে। বাংলাদেশে তরুণদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, এতে বাংলাদেশ বিশ্বের অন্যতম সর্বোচ্চ জনসংখ্যাগত সুবিধায় রয়েছে।’ এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, রুশ ফেডারেশনের তাতারন্তান প্রজাতন্ত্রের যুব বিষয়ক মন্ত্রী তিমুর সুলেইমানোভ, মালদ্বীপের যুব ও ক্রীড়া মন্ত্রী আহমেদ মাহলুফ, আইসিওয়াইএফ সভাপতি তাহা আয়হান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন।

Leave a Reply

Your email address will not be published.