প্রশান্তি ডেক্স॥ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা আওয়ামী লীগের কাংখিত সম্মেলন সুসমাপ্ত হলো নেতা কর্মীদের স্বতস্ফুস্ত আস্থা, বিশ্বাস এবং আশার আলোকশিখায় শান্তি ও আনন্দের মহামিলনে। সকল নেতা কর্মীদের আস্থা, আশা এবং বিশ্বাস ও ভরসার প্রতিক জনাব আনিছুল হকের বিশ্বস্ততায় এবং স্বচ্ছতায়। এবারের কমিটির প্রধান উপজিব্য বিষয় হলো জনাব আনিছুল হক। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং তাঁরই তৈরী কারিঘর হিসেবে সুপ্রতিষ্ঠিত জনাব রাশেদুল কাউছার জীবন ভুইয়াকে সেক্রেটারী করে ঘোষিত হলো প্রত্যাশিত ও কাংখিত কমিটি। এই কমিটিতে নেতা ও কর্মীদের সম্মিলনে পুর্ণতা পেয়েছে। কাউকেউ বিমুখ নয় বরং সকলকেই নিয়ে কাজ এবং আগামীর প্রত্যাশা পূরণে এবং নেতিবাচক রাজনীতির নেতিবাচকতাকে মোকাবেলার প্রস্তুতি সুসম্পন্ন হয়ে কাজে ঝাপিয়ে পড়ার রাস্তা সুপ্রসন্ন হলো।