পূর্ণদখলকৃত খেরসনে আকস্মিক সফরে পুতিন

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেনের খেরসনের দখলকৃত অঞ্চলে আকস্মিক সফরে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অঞ্চলটিতে যুদ্ধের সবশেষ পরিস্থিতি সম্পর্ক জানতে রুশ কমান্ডারদের সভায় যোগ দেন তিনি। গত মঙ্গলবার (১৮ এপ্রিল) বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিন লুহানস্ক অঞ্চলও পরিদর্শন করেছেন। গত বছর খেরসনের একাংশ ও লুহানস্ককে রাশিয়ার মূল ভূখন্ডের সঙ্গে সংযুক্ত করে নেয় দেশটি।

খেরসন রুশ বাহিনীর হাত থেকে পুরোপুরি দখল মুক্ত করতে এখনও লড়ই চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা। এর মধ্যেই রাশিয়ার নেতার অঞ্চলটিতে এ ধরনের সফরকে বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে। যদিও তিনি মার্চ মাসে দখলকৃত মারিউপোল শহরে আকস্মিক সফর করেছিলেন।

পুতিন কখন খেরসনে সফরে যান তা জানায়নি ক্রেমলিন। তবে জাপোরিজ্জিয়া অঞ্চলের পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন বলেও খবরে জানিয়েছে রুশ মিডিয়া। জাপোরোজ্জিয়াকে নিজেদের অংশ হিসেবে দাবি করছে মস্কো।

গত বছরের শেষ দিকে খেরসনের একাংশ রুশ বাহিনীর হাত থেকে পুনরুদ্ধার করে ইউক্রেনীয় সেনারা। বাকি অংশটুকুসহ ইউক্রেনের অন্যান্য দখলকৃত অঞ্চলও যেকোনও মূল্যে পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

২০২২ সালে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর প্রথমদিকে বেশ কিছু অগ্রগতি করলেও পরবর্তীতে তা ধরে রাখতে পারেনি। ইউক্রেনীয় মাটিতে একের পর এক ব্যর্থতায় পিছু হটতে বাধ্য হয়েছে। তবে বাখমুতে প্রবল লড়াই চালিয়ে যাচ্ছে পুতিন বাহিনী।

Leave a Reply

Your email address will not be published.