প্রশান্তি ডেক্স ॥ মা নামটি ছোট্ট অতি ডাকলে লাগে মিষ্টি; মাযে আমার পৃথিবীতে সবার সেরা সৃষ্টি। মা দিবসে বিশ্বের সকল মাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালবাসা এবং আজন্ম লালিত অপরিশোধিত ঋণনির্ভর সালাম। সকল রঙ্গের সালাম। মায়ের প্রতি যত্নশীল হউন এবং মাকে ভালবাসুন। মা দিবসের বিশেষ আয়োজন; ছাড় বন্ধ করুন বরং মায়ের ভালবাসার ঋণ স্মরণ করুন এবং মা যারা জীবীত আছেন তাদের সঙ্গে থাকুন আর যারা গত হয়েছে তাদেরকে স্মৃতিতে রাখুন এবং সকল মায়ের শিক্ষায় শিক্ষিত হওয়ার চর্চাকে অব্যাহত রাখুন। মায়ের মত আপন কেহ নাই এক কথাটির যথার্থতা বাস্তবরূপ দিয়ে পরিপূর্ণ করুন। সালাম হাজারো এবং লক্ষ্যকোটি সালাম রইল সকল মাদের প্রতি।
