ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ গত (৮ সেপ্টেম্বর) শুক্রবার কসবা উপজেলার সৈয়দাবাদ সরকারী মহাবিদ্যালয়ে বিনাউটি ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, দেশে এখন শতভাগ মানুষ বিদ্যুৎ পেয়েছে। বঙ্গবন্ধু কন্যা সারা দেশে ৫৬০ টি মডেল মসজিদ করেছে। দেশে মাত্র ৩০ হাজার পরিবার এখন গৃহহীন আছে। দেশে পদ্মা সেতু হয়েছে, কর্নফুলি ট্যানেল, মেট্রোরেলসহ যুগান্তকারী উন্নয়ন হয়েছে।

জামাত বিএনপি সবসময় পেছনের দরজা দিয়ে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসে। এরা ষড়যন্ত্রে লিপ্ত । এরা কোনোদিনও ক্ষমতায় আসতে পারবেনা।
ড. ইউনুছ প্রসংগে বলেন, অন্যায় করলে মামলা হবে। ট্যাক্স না দিলে মামলা হবেই। উনি ট্যাক্স দেন না। কিছু কিছু বুদ্ধিজীবী বলেন তার বিরুদ্ধে মামলা করা ঠিক নয়। তিনি কোম্পানী করেছে; শ্রমিকরা লাভ চেয়েছে তিনি দেননি। শ্রমিকরা মামলা করেছে তাদের লাভের অংশের জন্য। আমাদের অংগুলি দেখিয়ে কেউ হেলিয়ে দিতে পারবেন না। বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম দেশ।
বিনাউটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. কামাল হোসেনের সভাতিত্বে মন্ত্রী আরও বলেন; আমি কসবা আখাউড়ায় পনেরোশ কোটি টাকার উন্নয়ন কাজ করেছি। পচিঁশশত বেকার যুবককে চাকুরী দিয়েছি। তাই অনেকেই আপনাদের হিংসা করে।
বিনাউটি ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক আব্দুল হামিদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, কসবা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক রাশেদুল কাওসার ভুইয়া জীবন, প্রকৌশলী হাবিবুর রহমান, এডভোকেট এস. এম আলম দুলাল, ডা. দুবরাজ মিয়া, বিনাউটি ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল আলম বেদন, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) ফারহানা সিদ্দিকী প্রমুখ।
পরে মন্ত্রী স্থানীয় সাংবাদিকদের মেু্খামুখি হয়ে ডেপুটি এর্টনি জেনারেলের বরখাস্ত সংক্রান্ত প্রশ্নের জবাবে বলেন, ব্যাপারটা হচ্ছে; এমরান আহম্মদ ভুইয়া ডিএজি থাকা অবস্থায় এইটা নিয়ম হচ্ছে যে হেড অব ইন্সটিটিউটের অনুমতি নিয়ে বাইরে এবং প্রেসের সংগে কথা বলতে হয়। তিনি সেই শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তিনি সরকারের পদে থেকে সরকার সম্পর্কে মিথ্যা কথা বলেছেন। তিনি এর্টনি জেনারেলের সংগেও কথা বলেননি। পদত্যাগও করেননি। আমরা তিনদিন অপেক্ষা করেছি। পরে তাকে বরখাস্ত করা হয়েছে।
খালেদা জিয়ার মুক্ত থাকার বিষয়ে বিএনপি পুনরায় আবেদন করবেন এ প্রসংগে মন্ত্রী বলেন, আগামী ২৪ সেপ্টেম্বর তাঁর মুক্ত থাকার মেয়াদ শেষ হয়ে যাবে। তাই তাঁকে আগের মতো শর্তসাপেক্ষে আবেদন করলে কারাদন্ড স্থগিত রেখে মুক্তি দেয়া হবে।