‘বিশ্বনেতাদের বিবৃতি খতিয়ে না দেখলে জাতিকে চড়া মূল্য দিতে হবে’ জি এম কাদের

প্রশান্তি ডেক্স॥ জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের বিচার চলছে। আমাদের এ প্রসঙ্গে কথা নেই। বারাক ওবামা, হিলারি ক্লিন্টন, বান কি মুনসহ বিশবরেণ্য ১৭৫ জন নেতা, এরমধ্যে ১০৪ জন নোবেল বিজয়ী বিবৃতি দিয়েছেন ড. ইউনূসের পক্ষে। তাদের বিবৃতি খতিয়ে না দেখলে হয়তো জাতিকে চড়া মূল্য দিতে হবে।

তিনি বলেন, বিশ্ববরেণ্য এত নেতা একটি বিষয়ে কোনও বিবৃতি দিয়েছেন, এটা আমার জানা নেই। তাদের বক্তব্যে বিচার বিভাগীয় হয়রানির অভিযোগ তোলা হয়েছে।’

গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয় মিলনায়তনে জাতীয় যুব সংহতির সভাপতি এইচ এম শাহরিয়ার আসিফের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বক্তৃতা করেন গোলাম মোহাম্মদ কাদের।

জিএম কাদের বলেন, ‘বিশ্ববরেণ্য ব্যক্তিদের বিচার-বুদ্ধি বা সততা সম্পর্কে কোনও সন্দেহ বা কটাক্ষ করা হাস্যকর। তারা বিচার বিভাগীয় হয়রানির কথা বলেছেন এটি সংশ্লিষ্টদের খতিয়ে দেখতে হবে। বিশ্বনেতাদের বিবৃতি খতিয়ে না দেখলে জাতিকে চরম মূল্য দিতে হতে পারে। বিশ্ব সমাজে আমাদের হেয় প্রতিপন্ন হতে হবে। এ জন্য হয়তো জাতিকে চড়া মূল্য দিতে হবে। বিশ্ববরেণ্য এসব মানুষের বিচার, বুদ্ধি, বিবেক ও সততা নিয়ে কটাক্ষ করা বিশ্বে আমাদের হাস্যকর করে তুলছে।’ জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও জাতীয় যুব সংহতির সভাপতি এইচ এম শাহরিয়ার আসিফের আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, জহিরুল ইসলাম জহির, উপদেষ্টা সাবেক এমপি নুরুল ইসলাম ওমর, খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি।

Leave a Reply

Your email address will not be published.