প্রশান্তি ডেক্স॥ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন এবং জাদুঘর পরিদর্শন করেন। তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রলয়ের উদ্ধতন কর্মকর্তা ও মন্ত্রীমহোদয়ের সাথে দিপাক্ষিক গরুত্বপূর্ণ মিটিং করেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এমনকি জরুরী আলোচনা সম্পন্ন করেন।
উল্লেখ্য, ল্যাভরভ গত বৃহস্পতিবার (৭ সেপ্টম্বর) দুইদিনের সফরে ঢাকা এসেছেন। আজকে তিনি জি-২০ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য দিল্লি যাবেন।