স্যালাইনের অতিরিক্ত দাম ও কারসাজির জন্য ৯২প্রতিষ্ঠানকে ৬লাখ টাকা জরিমানা

প্রশান্তি ডেক্স॥ ডেংগুর প্রকোপে দেশে বেড়েছে স্যালাইনের চাহিদা। এই সুযোগে দাম বেশি রাখছেন অসাধু ব্যবসায়ীরা। আবার কেউ স্যালাইন স্টকে থাকা স্বত্বেও বিক্রি না করে মজুত করছেন। এসব অভিযোগে সারাদেশে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

অধিদফতরের ৪০টি টিম ৫৩টি ওষুধের মার্কেটে অভিযান চালায়। এতে ৯২টি প্রতিষ্ঠানকে মোট পাঁচ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) স্যালাইনের কারসাজি রোধে এ অভিযান পরিচালনা করা হয়। এরমধ্যে ঢাকা মহানগর এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিদফতরের চারটি টিম।

অতিরিক্ত দামে স্যালাইন বিক্রি ও স্যালাইন স্টকে থাকা স্বত্বেও বিক্রি না করায় ঢাকা মহানগরীতে চার প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা এবং রাজশাহীতে দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দেশের বিভিন্ন জেলায় আরও ১৫ প্রতিষ্ঠানকে করা হয় জরিমানা। মোট এক লাখ ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

প্রতিষ্ঠানটির ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল বলেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে ঝর্ণা মেডিক্যাল নামে একটি ফার্মেসিতে অভিযান চালানো হয়। সেখানে স্টকে স্যালাইন নেই বললেও পাওয়া যায়। এসময় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের আশপাশের ফার্মেসিতে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ওপর একটি টিম। সেখানে একটি ফার্মেসি সাময়িক বন্ধ করে দেওয়া হয় বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published.