ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত শনিবার (৪ নভেম্বর) সকালে কসবা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ আয়োজিত ৫২ তম জাতীয় সমবায় দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কমসুচির মধ্যে রয়েছে সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, সমবায় রেলি ও আলোচনা সভা।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সনজীব সরকার এর সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এড. মোঃ রাশেদুল কাওসার ভূইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন কসবা পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ সভাপতি মোঃ গোলাম হাক্কানী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন ও কসবা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মোঃ জহিরুল হক খান।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহামমদ জামাল উদ্দিন। কসবা প্রেসক্লাব সহ সভাপতি নেপাল চন্দ্র সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চন্ডিদার সিআইজি (মৎস্য) সমবায় সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন ও কসবা পৌর ক্ষুদ্র ও দারিদ্র কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাদেকুর রহমান। অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন সহকারী পরিদর্শক মোসাম্মৎ রুকেয়া চৌধুরী।