ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবার গতকাল সোমবার বায়েক ইউনিয়নের সারাফাত আলীর বসত বাড়ির ঘরের ভিতর থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

রাত ১.৩০ মিনিটের সময় উপজেলার বায়েক ইউনিয়নের জয়দেবপুর কেরামত আলীর ছেলে শাফায়েতের বসতঘর হইতে ২০ কেজি গাজাসহ আসামি গ্রেফতার করা হয় ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন, তিনি জানান, রাত ১.৩০ মিনিটে দিকে গোপন সংবাদের ভিত্তিতে বায়েক ইউনিয়নের জয়েদেবপুর কেরামত আলীর ছেলে সারাফাত আলীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে তার বসতঘর তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধারসহ আসামী সারাফাতকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম জানান, মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।