শেখ মুজিবের বাড়ি ভাঙ্গার ঘটনায় জাসদের নিন্দা

প্রশান্তি ডেক্স ॥ জাতীয় সমাজতান্ত্রি দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে সরকারি প্রত্যক্ষ মদতে  পূর্ব ঘোষণা দিয়ে বুলডোজার, এক্সকাভেটার ক্রেন, যন্ত্রপাতি ব্যবহার ঘণ্টার পর ঘণ্টা ধরে চলমান বঙ্গবন্ধুর ভবনসহ সারা দেশে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ম্যুরাল, ভাস্কর্য, ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর, জ্বালাও, পোড়াও, লুটপাট, ধ্বংসযজ্ঞের তীব্র নিন্দা করেছে।

জাসদের বিবৃতিতে বলা হয়, ৫ ফেব্রুয়ারির ধ্বংসযজ্ঞ দিয়ে আবারও প্রমাণ হলো— স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী শক্তি, পাকিস্থানপন্থি জঙ্গিবাদীরা রাষ্ট্রক্ষমতা দখল করে রাষ্ট্রীয় ও সরকারি মদতে মুক্তিযুদ্ধে তাদের পরাজয়ের প্রতিশোধ নিতেই স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের স্মৃতি, চিন্থ, স্মারক মুছে ফেলছে।

জাসদের বিবৃতিতে আরও বলা হয়, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের  ভবন, ভাস্কর্য, ম্যুরাল ধ্বংস করে জাতির ইতিহাস ও স্মৃতি থেকে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ এবং পাকিস্থান হানাদারবাহিনী সহযোগী আধাসামরিক রাজাকার, আলবদর বাহিনীর দ্বারা সংঘটিত ৩০ লাখ মানুষকে গণহত্যা, ২ লাখের বেশি নারীকে সংঘবদ্ধ ধর্ষণসহ বর্বর যুদ্ধাপরাধের ইতিহাস মুছে ফেলতে পারবে না।

জাসদের বিবৃতিতে দেশের শান্তিপ্রিয়, গণতন্ত্রকামী সাধারণ মানুষ এবং দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্বের প্রতি সোচ্চার হওয়া এবং জাতীয় ঐকমত্য গড়ে তুলতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published.